মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ ডাব গার্মেন্টস এর সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতরভাবে আহত হয়েছে মোঃ শরিফ নামের এক যুবক, শরিফের বুকের বাম পাশে ও বাম পায়ে ছুরি দিয়ে ৫টি আঘাত করেছে ছিনতাইকারীরা।
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া ২৪/০৪/২০২২
এসময় শরিফের চিৎকারে ঘটনাস্থলে টহলরত বায়েজিদ থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিক ফয়সাল আলম প্রঃ আলভী (২৩) কে টিপ ছোরা সহ আটক করে।
স্থানীয় লোকজন এবং থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে শরিফ কে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়ে দেন। বর্তমানে সে চমেক হাসপাতালের ২৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
পরবর্তীতে বায়েজিদ থানা টিম ফয়সাল আলম প্রঃ আলভী (২৩) সহ অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত রবিউল ইসলাম প্রঃ হৃদয় (১৮) কে ইং ২৪/০৪/২০২২ রাত ১১.৩৫ ঘটিকায় রৌফাবাদ এলাকা হতে গ্রেফতার করেন।
১। রবিউল ইসলাম প্রঃ হৃদয় (১৮), পিতা-মৃত মোঃ জাকির, মাতা-আসমা বেগম সাং-রৌফাবাদ মাজার গলি, হারুন কোম্পানীর বাড়ীর সাথে জাকির সওদাগর বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম,
২। ফয়সাল আলম প্রঃ আলভী (২৩), পিতা-আব্দুল মাহবুদ মাতা-সালমা বেগম, সাং-নন্দন কানন ২নং গলি নুরুল ইসলাম সওদাগর বাড়ী, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম বর্তমানে-রৌফাবাদ হারুন কোম্পানীর বাড়ী ৩নং রুম থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।
তাদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলার প্রস্তুতি চলছে।