শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
ডিবি পুলিশের অভিযানে ৩ জন ছিনতাইকারী ছিনতাইকৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তার
ডেক্স নিউজঃ-
ডিবি পুলিশের অভিযানে ৩ জন ছিনতাইকারী ছিনতাইকৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তার। ২১শে এপ্রিল রাতে নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় পথযাত্রীর মোবাইল ছিনতাইকরাকালে সিএমপি ডিবি উত্তর বিভাগের ৩৪নং টিম মোঃ সুজন প্রঃ কালু(২২) কে ছিনতাইকৃত ১টি মোবাইল ফোন সহ হাতেনাতে গ্রেপ্তার করেন। পবিত্র ঈদে নিরাপত্তা ও চুরি ছিনতাই রোধে সিএমপি কমিশনারের কড়া নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা মাষ্টারপাড়া এলাকা হতে তার সহযোগী
মোঃ শাহীন ও মোঃ শাহজাহান কে গ্রেপ্তার করেন। এই সময় শাহজাহান এর নিকট হইতে ছিনতাইকৃত আরো ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মোঃ সুজন প্রঃ কালু (২২), পিতা-মোঃ মমিন, মাতা-আলেয়া বেগম, সাং-জুততোলা, মমিনের বাড়ী, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, বর্তমানে-ছিন্নমুল, ৪নং সমাজ, লালবাদশার এলাকা, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম,
মোঃ শাহীন (২১), পিতা-মৃত রাজ্জাক মোল্লা, মাতা-বেবী বেগম, সাং-সেনপাড়া, মোল্লাবাড়ী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী, বর্তমানে-ষোলশহর ষ্টেশনের পাশে, মসজিদের সাথে, তালতলা, টিপুর কলোনী, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম,
মোঃ শাহজাহান (২২), পিতা-আলী আকবর, মাতা-মর্জিনা বেগম, সাং-শিকলবাহা, মাস্টারহাট, ভুলু মেম্বারের পুরাতন বাড়ী, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম।