শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
সল্টগোলা রেল ক্রসিং এ ওয়াগন লাইনচ্যুত
ডেক্স নিউজঃ-
বিকাল টায় চট্টগ্রাম বন্দর হতে ঢাকার আইসিটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ওয়াগন সল্টগোলা রেল ক্রসিং এ লাইনচ্যুত হয়। ওয়াগন থেকে একটি কন্টেইনার পড়ে যায় যার নাম্বার হলো FCIU 5380006.ট্রেনটিতে ১৭ টি কন্টেইনার ছিল।
ট্রেনটিলাইনচ্যুত হওয়ার পর থেকে অত্র এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় । বর্তমানে যানবাহন স্বাভাবিক গতিতে চল্লেও ট্রেন চলাচল বন্ধ। চট্টগ্রাম বন্দরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ বিচ্যুত হওয়া ওয়াগনের মেরামতের কাজে নিয়োজিত রয়েছে।
দুর্ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে যানাগেছে।