শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম মহানগর ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত সিএমপির বন্দর থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুইজন গ্রেফতার মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, টাকা সহ ২ চোর আটক জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় দুইজন গ্রেফতার পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার। এই কিরে তোর ভালোবাসার প্রতিদান,,?? চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে অবৈধ কমিটির বিরুদ্ধে আন্দোলন চাঞ্চল্যকর মৎস্য ব্যবসায়ী জালাল উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মোরশেদুর রহমান খোকা’গ্রেফতার র‍্যাব-৭ জুয়াড়ি তাহেরের রিক্সার গ্যারেজ থেকে ১৭ জুয়াড়ি আটক নৃত্যের তালে তালে গান গেয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামি মেহেদী হাসান সাগর

মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ‘এর’ইফতার সভায় শিক্ষা উপ- মন্ত্রী নওফেল

তেল সেক্টরের সকল দূর্নীতি বন্ধ করতে সিবিএ নির্বাচন জরুরী

মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ‘এর’ইফতার সভায় শিক্ষা উপ- মন্ত্রী নওফেল

মোঃ শাহরিয়ার রিপন :১৩এপ্রিল

মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের (রেজিঃ বি-২২১২)রং ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপ- মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তেল সেক্টরের সকল দূর্নীতি বন্ধ করতে সিবিএ নির্বাচন জরুরী


এবং দেশের সম্পদ লুট-পাঠকারী সর্তক করে তিনি আরো বলেন,নেতৃত্ব ওদলের নাম ভাঙ্গিয়ে যারা এখনো মেঘনা পেট্রোলিয়াম সহ অন্যান্য তেল সেক্টর জিম্মি করার কাজে লিপ্ত আছে তাদের চূড়ন্ত ভাবে বলছি সময় থাকতে শ্রমিকদের ন্যায্য অধিকার সিবিএ নির্বাচন ,সকল দাবি দফা মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দৃঢ় আহবান করেন।
উপ-মন্ত্রী নওফেল আজ ১৩ এপ্রিল, বুধবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম বন্দর ভবন সংলগ্ন বোননজা রেস্তোরাঁয় মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়ন আয়োজিত ইফতার-আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন,


ইউনিয়নের সভাপতি হাজী ফরিদুল আলমের সভাপতিত্বে ও আজগর পারভেজের সঞ্চালনায়ে সভায় প্রধান বক্তা ছিলেন নগর আঃলীগের শ্রম সম্পাদক ও প্রখ্যাত শ্রমিক নেতা আব্দুল আহাদ চৌধুরী,বিশেষ অতিথি-কেন্দ্রিয় বিদ্যুৎ শ্রমিক লীগের কার্য্যকরী সভাপতি এম.এ রহিম, অগ্রনী ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় সাঃ সম্পাদক গাজী জসিম উদ্দিন,সাবেক বন্দরের শ্রমিক নেতা ও ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ চৌধুরী, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম,যমুনা অয়েল শ্রমিক লীগের সভাপতি মোঃ খোরশেদ আলম,ইস্টান রিফাইনারী শ্রমিক লীগের সাঃ সম্পাদক মোঃ নাইম উদ্দিন।


সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাঃসম্পাদক মোঃনওশাদ জামাল,পদ্মা লেবার ইউনিয়নের মোঃ মমতাজ উদ্দিন ,এস ওএল শ্রমিক ইউঃ সভাপতি মোঃ আজগর আনিক,এলপি গ্যাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি মনি হোসেন সহ সংগঠনের পদস্থ নেতৃবৃন্দ।


সভা শেষে ইফতার মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেঘনা পেট্রোলিয়াম জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোঃ জাফর ছাদেক সাহেব। পরিশেষে রমজানের১১তম দিবসের ইফতার পরিবেশন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com