শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০২ অপরাহ্ন
পহেলা বৈশাখ উদযাপনে সিএমপি”র রোডম্যাপ
প্রেস বিজ্ঞাপ্তি ঃঃ- সিএমপি ১৩ই এপ্রিল
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মহানগরীর ডিসি হিল সংলগ্ন নজরুল স্কয়ার এবং সি.আর.বি শিরিষ তলায় আগামী ১৪/৪/২০২২খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উপলক্ষে পহেলা বৈশাখের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে আগত দর্শনার্থীদের সুষ্ঠু চলাচলের জন্য নিম্নলিখিত স্থানগুলোতে সকাল ০৬.০০ ঘটিকা হতে বিকাল ১৪.৩০ ঘটিকা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ডিসি হিল কেন্দ্রিক ঃ
নগরীর লাভ লেইন (নুর আহ¤মদ সড়কের মাথা),চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় ও বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে রোড বøক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে ডিসি হিল অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সিআরবি শিরিষ তলা কেন্দ্রিক ঃ
নগরীর আটমার্সিং, ফ্রোন্সিস রোড, কাঠের বাংলো ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড বøক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে সিআরবি শিরিষতলা অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
পহেলা বৈশাখ সুষ্ঠুভাবে উদযাপনের স্বার্থে উল্লেখিত নির্দেশনাসমূহ সকল প্রকার যানবহনের চালক ও যাত্রী সাধারণ’সহ সংশ্লিষ্ট সকল’কে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।