বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
অভয়নগরে রেলের জমি থেকে বস্তি উচ্ছেদ বন্ধ ও পুর্নবাসনের দাবিতে সমাবেশ
নওয়াপাড়া প্রতিনিধি- আর এস রুবেল
অভয়নগরে রেলের জমি থেকে বস্তি উচ্ছেদ বন্ধ ও পুর্নবাসনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে ফেব্রুয়ারি শনিবার সকালে নওয়াপাড়া রেল ষ্টেশন চত্তরে নূর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, ৪নং পৌর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, সাবেক কাউন্সিলর রবিন অধীকারি ব্যাচা। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাবু সিকদার, লুৎফর সানা,আব্দুল আজিজ, রোকনউদ্দিন, আদিল হোসেন, জাহিদ হোসেন, আবুল কাশেম, রিজিয়া বেগম সগ প্রমুখ। উক্ত সমাবেশ থেকে বক্তারা বলেন, নওয়াপাড়া রেলের জমি থেকে বস্তিবাসিকে উচ্ছেদ করতে হলে আগে এই ছিন্ন মুল মানুষের পূর্নবাসনের ব্যবস্থা করা জরুরি। সমাবেশ থেকে বক্তারা সরকারের উদ্ধতন কর্মকর্তাদের নিকট আহবান করেন অভয়নগর উপজেলায় অনেক সরকারি খাশ জমি আছে। কমিটি গঠন করে বস্তিতে বসবাস করা মানুষের তালিকা তৈরি করে সে সকল খাশ জমি তাদের নামে বরাদ্দ দেওয়া হলে আসুসমস্যার সমাধান সম্ভব।