শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
পতেঙ্গা টি-টুয়েন্টি বয়েজের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফাহিম স্মৃতি
ক্রীড়া প্রতিবেদন হোসেন বাবলা :২১মার্চ
পতেঙ্গা টি-টুয়েন্টি বয়েজ ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে নিউ স্টার ক্রিকেট ক্লাব কে ২ইউকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ফাহিম স্মৃতি।
তারা গতকাল২০মার্চ রাত্রে পুরাতন কন্ট্রলমোড়ে উন্মুক্ত শটপিচ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় স্থানীয় নিউ স্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিসহ নগদ ২০হাজার টাকা প্রাইজমানি লাভ করে। আর রানার্স নিউ স্টার ক্লাব ট্রফি সহ১৫হাজার টাকার প্রাইজমানি পান।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক, হিউম্যান এইড পতেঙ্গার প্রধান উপদেষ্টা,বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ জাবেদ হোসেন ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চৌধুরী এন্ড সন্সের প্রধান পরিচালক হাজী মোঃ ইমতিয়াজ চৌধুরী ,এজেন্ট ব্যাংকিং (এশিয়ার)কাটগড় শাখার পরিচালক টিটু দেব,সমাজসেবী মোঃ নাছির উদ্দিন, হুমায়ন কবির,ক্রীড়া সংগঠক মোঃনজরুল ইসলাম মিন্টু, নুরুলইসলাম সোনা মিয়া,সংগঠক মোঃ জোবায়ের বাশার,
পতেঙ্গা টি- টুয়েন্টি বয়েজ ক্লাব কতৃক আয়োজিত উন্মুক্ত শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় মোঃ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো সহযোগিতায় ছিলেন কাযকারি সভাপতি গিয়াস আল মামুন, সাংগঠনিক সম্পাদক,মো নয়ন উদ্দিন , ক্রীড়া সম্পাদক সম্পাদক মো ইমতিয়াজ ইবান ইফতি, ধর্ম বিষয়ক সম্পাদক মো আরমান টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, যুব-ছাত্রদের মাদকমুক্ত সমাজ-দেশ গঠনে খেলাধুলার বিকল্প নাই, তাই সবাইকে বাজে আড্ডা ও মাদক-ধুমপান মুক্ত থাকতে ক্রীড়াঙ্গণে আসার দৃঢ় আহবান করেন। পরিশেষে অতিথিরা বিজয়ী ওবিজিতদের হাতে পুরস্কার তুলে দেন।