শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন
চট্টগ্রাম বড়পোল আগ্রাবাদ এক্সেস রোডে
ওমর ফারুক ভাত ও বিরয়ানী হাউস নামে
একটি দোকানে সন্ত্রাসী বাহিনী তান্ডব চালিয়েছে।
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
চট্টগ্রাম বড়পোল আগ্রাবাদ এক্সেস রোডে ওমর ফারুক ভাত ও বিরয়ানী হাউস নামে
একটি দোকানে ভাংচুর করে সন্ত্রাসী বাহিনী তান্ডব চালিয়ে বেপক ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ করেন ওমর ফারুক ভাত ও বিরয়ানী হাউস এর মালিক। তিনি জানান,
ভাংচুরে নেতৃত্ব দেন পাসের দোকানদার মিন্টু মিয়া।
তার সন্ত্রাসী বাহিনী দিয়া ভাত ও ওমর ফারুক বিরয়ানী হাউজের প্রায় (৯০) হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করেন দোকান মালিক।
বড়পোল এলাকার সাধারণ মানুষেরা ৯৯৯ এ জরুরী সেবায় ফোন দিলে হালিশহর থানার এসআই সৈয়দ মাইনউদ্দিন আহমেদ ফয়সাল উপস্থিত হয়ে মারধর ও হামলা হামলি নিয়ন্ত্রণে আনে। তার কিছু ক্ষন পরে আসে হালিশহর থানার এসআই সতেজ বড়ুয়া এসআই সিহাব উদ্দিন
হালিশহর থানার এসআই সৈয়দ মাইনউদ্দিন আহমেদ ফয়সালের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে বলেন, আমারা তদন্ত করে মামলা নিবো আপাতত,
এক নাম্বার আসামি মিন্টু মিয়া সহ ঘটনার সাথে জড়িত উভয় পক্ষকে থানায় নিয়ে যাচ্ছি । যাচাই বাছাই এর পর মামলার ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী নুর হোসেন বলেন আমরা এ বিষয়ে সুষ্ঠু তদন্তপুর্বক সঠিক বিচার চাই।