রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ চেতনা নাশক মলম, পাউডার, ট্যাবলেট, হালুয়া, মধু ও অন্যান্য উপাদানসহ অজ্ঞান পার্টির ০৩(তিন) জন সক্রিয় সদস্য গ্রেফতার।
মোঃ শাহরিয়ার রিপন ঃ-
মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেনের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার(উত্তর) জনাব মোঃ কামরুল হাসান এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব আনিসুর রহমানের নেতৃত্বে মহানগর গোয়েন্দা বিভাগের বিশেষ টিম ০৫/০৩/২০২২ ইং তারিখ ১৯.২০ ঘটিকায় খুলশী থানাধীন ফয়েস লেক প্রবেশ মুখ সংলগ্ন ফয়েললেক জামে মসজিদ সংলগ্ন অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ০৩ (তিন) জন সত্রিনা সদস্য ১। মোঃ মহিউদ্দিন(৩০), ০২। মোঃ আনোয়ার হোসেন (৪২), ০৩। মোঃ কামাল হোসেন(৩২) কে গ্রেফতার করে
এই সময় তাদের নিকট হতে ক) ০২ (দুই) টি ছোট কাঁচের বোতল ভর্তি চেতনা নাশক পাউডার, খ) মেরিল এর কৌটায় বিশেষ কায়দায় তৈরী করা চেতনা নাশক হালুয়া যার হুজন অনুমান ০৫ (পাট) গ্রাম ) ১০ (দশ) টি সেডিল ট্যাবলেট, ঘ) ৩৮(আটত্রিশ) টি জিরো ট্যাবলেট, ৪) ২০ (বিশ) টি ডরমিটল ট্যাবলেট, চ) সাদা প্লাস্টিকের কৌটায় অনুমান ১০০ গ্রাম কালো রংয়ের পাউডার, ঘ) সাদা প্লাষ্টিকের কৌটায় বিশেষ কায়দায় তৈরী কালো রংয়ের মূলম মিশ্রিত লুয়া, ) ০১(এক) টি তাচের বোতলে অনুমান ১০০ গ্রাম ধু, ঝ) ০১ টি ড্রাগন এন্ড টাইগারবাম এর ছোট কৌটা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায় মোঃ মহিউদ্দিন(৩০) এই চক্রটির নেতৃত্ব দেয়। তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন বাস ও রেলওয়ে স্টেশনসহ যাত্রীবাহী বাসে যাত্রী সেজে গাড়ি ও ট্রেনে উঠে সাধারণ যাত্রীদের সাথে বসে সখ্যতা তৈরী করতে থাকেন। তাদের মূল নেতৃত্বদানকারী মোঃ মহিউদ্দিন হকার সাজিয়া বিভিন্ন রোগের ভালো ঔষধ আছে বলিয়া লেকচার মূলক ভাষন দেয়।
এক পর্যায়ে তাদের পূর্বের পরিকল্পনা মোতাবেক অপর সহযোগিতা ঔষধ বা হারবাল জাতীয় হালুয়া খাওয়ার জন্য অনুরোধ করে পরবর্তীতে যেগুলোর মধ্যে কোন চেতনা নাশক ঔষধ মিশ্রিত নাই সেগুলো তাদের খেতে দেয়। তখন তাদের লোকজন অনায়াশে সরবরাহকৃত ঔষধগুলো খেয়ে ফেলে এবং তারা বলে যে এই ঔষধগুলো আমি আগেও অনেক খেয়েছি। আমি উপকৃত হয়েছি মর্মে প্রতারনা মূলক কথাবার্তা বলে। তাদের এইরুপ কথাবার্তা শুনে সাধারণ যাত্রী তাদের সরবরাহকৃত হালুয়া খেতে চাইলে তাদের কাছে থাকা চেতনা নাশক মিশ্রিত হালুয়া খেতে দেয়, হালুয়া খেয়ে যখন সাধারণ যাত্রী অজ্ঞান হয়ে যায় তখন সাধারণ যাত্রীর পাশে বসা তাদের অপর সহযোগী উক্ত যাত্রী টাকা পয়াসা, আশিংকার মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়া নিয়া যায় আসামীরা দীর্ঘদিন যাবৎ যাত্রী পরিবহনে নিজেরা যাত্রী বেশে ভ্রমন করে ভ্রমণরত যাত্রীদের অজ্ঞান করিয়ে ছিনতাই করে আসছিলো।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।