বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
ইন্টান্যাশনাল ডেক্স ঃ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি আটকা পড়েছে। এতে ২৯ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন বলে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি সূত্র নিশ্চিত করেছে।
সংশ্লিষ্টরা জানান, চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকা পড়েছেন বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৯ জন নাবিক। তাদের সবাই বাংলাদেশি। বর্তমানে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়ে আছেন তারা।
সংশ্লিষ্টরা আরও জানান, রাশিয়ার সেনারা সাগরে মাইন পুঁতে রাখায় বন্দর থেকে কেউ কোথাও যেতে পারছে না। মুভ করার সুযোগ নেই। জাহাজটিতে থাকা নাবিকরা অনেকটা জীবনমৃত্যুর মাঝামাঝি রয়েছেন। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধ জাহাজের ছড়াছড়ি। ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের আশপাশের ৫টি জাহাজ এরই মধ্যে মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে।
এ ব্যাপারে বিএসসির উপ-মহাব্যবস্থাপক (শিপ পার্সোনাল) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফলে এ ব্যাপারে বিএসসির মন্তব্য নেওয়াও সম্ভভ হয়নি।