শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
পতেঙ্গায় নিজাম মার্কেট ব্যবসায়ী কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃ ২৬ফেব্রুয়ারি
নগরীর ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডস্থ নিজাম মার্কেট ব্যবসায়ী কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারী শনিবার বিকেলে মার্কেট প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশনার ডাঃ হানিফ খান জিলানীর সভাপতিত্বে, মোঃ ইকরাম ও মোস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়।
অভিষেক ও শপথ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ৪১নং ওয়ার্ডস্থ কাউন্সিলর হাজী ছালেহ আহম্মদ চৌধুরী, সাবেক কমিশনার মোঃ ইসমাইল।
আরো অতিথির বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্ট লিঃএর সেলস এক্সিকিউটিভ অফিসার মোঃ রমজান আলী( রমু),ট্রবি গ্রুফের পরিচালক বিশ্বজিৎ দত্ত, নির্বাচন কমিশনের সচিব লায়ন মোঃ জিয়াউল হক সোহেল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি গোলাম সরওয়ার পারভেজ,সাঃসম্পাদক-মোঃ মোস্তাফিজুর রহমান।
অভিষেক সভায় অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা মোঃ ইসমাইল বলেন, সততার সহিত ব্যবসা প্রতিষ্ঠান কে ভোক্তা সাধারণের মাঝে প্রতিনিয়তই সু-সজ্জিত রাখা হচ্ছে কল্যাণমূখি কাজ।
ভোক্তাদের ঠকিয়ে মুনাফা মানে নিজেকে আজীবন ঠকবাজ হিসেবে উপস্থাপন।
সংগঠনের কাজ হবে ঐক্যর সাথে দূর্যোগ মুখাবেলা করে সবাই একতা রাখা। তাই, সংগঠনের উদ্দেশ্য হোক সার্বজনীনতা।
পরিশেষে নির্বাচিত কায্যকরী পরিষদের সভাপতি-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি গোলাম সরওয়ার পারভেজ,সাঃসম্পাদক-মোঃ মোস্তাফিজুর রহমান,যুগ্নসম্পাদক- মোঃ আবুল হোসেন,অর্থ সম্পাদক- মোঃ লোকমান, সাংগঠনিক-সম্পাদক মোঃ আলম শরীফ(ইমরান),প্রচার-প্রকাশনা সম্পাদক-মোঃ আলী আকবর,সমাজ কল্যাণ সম্পাদক-আবুল কালাম(আবু),দপ্তর সম্পাদক-আলী ওসমান, কায্য নির্বাহী সদস্য-প্রবীন ধর,সদস্য-মোঃ আজম কে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের অতিথি -নির্বাচন কমিশনের সচিব জিয়াউল হক সোহেল।