বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ১৪টি দোকান পুড়ে গেছে।
ডেক্স নিউজ ঃ
আজ ৫ ফেব্রুয়ারি, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে বাহাদুর মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ততক্ষণে মার্কেটের ১৪টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে কাপড়ের দোকান ও মুদির দোকান ছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ইপিজেড থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার ওপর হতে পারে বলে জানা গেছে ।