রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
শাহরিয়ার বিন রুবেলের ডাবল সেঞ্চুরীতে
চিটাগাং এডভিশন ক্রিকেট ক্লাবের বিশাল জয়
ক্রীড়া প্রতিবেদকঃ২৭ ফেব্রুয়ারিঃ হোসেন বাবলা
১৯ ফেব্রুয়ারি বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে বাঁশখালী ক্রিকেট একাডেমি ও এডভিশন ক্রিকেট ক্লাবের মধ্যকার তিন ম্যাচ প্রীতি সিরিজের তৃতীয় ও শেষ খেলায় প্রতিমান তরুণ ক্রিকেটার শাহরিয়ার বিন রুবেলের ২৩৭ অপরাজিত ডাবল সেঞ্চুরির সুবাদে ২৫৯ রানে বিশাল ব্যবধানে বাঁশখালী ক্রিকেট একাডেমিকে ৩-০তে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেন নিলেন চিটাগাং এডভিশন ক্রিকেট ক্লাব।
সকালে টসে জিতে প্রথমে এডভিশন ক্রিকেট ক্লাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়,নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪০০ রান সংগ্রহ করে দলটি, দলের হয়ে শাহরিয়ার বিন রুবেলের ২৩৭*আসিফ ২৪, মারুফ ২১,আস্কার ২৬, বাবু ৩৫, ছোটন ১৮ রান করেন। বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে ফাহিম ২টি, রাশেদ, কিরণ, মোরশেদ ১টি করে উইকেট লাভ করে।
জবাবে ৪০১ রানের লক্ষে ব্যাট করতে নেমে বাঁশখালী ২৮.১ওভারে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ১৪১ রান করতে সক্ষম হয় বাঁশখালী ক্রিকেট একাডেমি,দলের হয়ে রায়হান সর্বোচ্চ ৬৪, মোরশেদ ১৩, শাওন ১২, সাইফুল ১০ রান করেন। এডভিশন ক্রিকেট ক্লাবের হয়ে জিহাদ,আস্কার ৩টি, ফাহাদ, রুবেল ১টি করে উইকেট লাভ করে।
তিন ম্যাচ সিরিজের সেরা খেলোয়াড় ও সর্ব্বোচ্চ স্কোরার নির্বাচিত হয় এডভিশন ক্রিকেট ক্লাবের শাহরিয়ার বিন রুবেল,তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক,কোচ ও সাংবাদিক মোহাম্মদ এরশাদ।———————————————————
ক্রিকেটার রুবেলের বইঃ প্রতিভার অন্বেষনে সদ্য অনুর্ধ-১৯বছর বয়সে ক্রিকেট কে ভালো বেসে তরুণ প্রজন্মদের জন্য একটি ক্রিকেট বিষয়ক বই”ক্রিকেটের(A-Z)”প্রকাশনা বর্তমানে চট্টগ্রাম একুশে বই মেলার সাহিত্য বিচিত্রা স্টলে , ঢাকার শিশুচত্তর, শব্দশিল্প প্রকাশন স্টলে পাওয়া যাচ্ছে।এছাড়া সব বুক স্টলে/ দোকানে বই টি পাওয়া যাচ্ছে বলে লেখক জানিয়েছেন।
সূত্রঃবাশঁখালী নিউজ/ অনু লিখন-হোসেন বাবলা,চট্টগ্রাম।