চট্টগ্রাম বন্দরের NCY ইয়ার্ডে আগুন ।

 

চট্টগ্রাম বন্দরের NCY ইয়ার্ডে আগুন ।

ডেক্স নিউজ ঃ-

আজ ২১/০১/২০২২ ইং তাং ১৮.০০ টায় বন্দরের নর্থ কন্টেইনার ইয়ার্ড এলাকায় একটি কনটেইনারের সিএন্ডএফ এজেন্ট জুয়েল এন্টারপ্রাইজ এর কন্টেইনার নং TGHU-6023398 ডেলিভারি নেওয়ার জন্য কন্টেইনার খুললে কালো ধোঁয়া দেখতে পায়। এর পরপরই কন্টেইনারটি তে আগুন লেগে যায়। কন্টেইনারটি তে মালামাল ছিল গমের ভুষি। তাৎক্ষণিকভাবে অপারেশন ইনচার্জ এবং ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং ৬.৫০ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ধারণা করা হচ্ছে উক্ত কনটেন্টটিতে অত্যাধিক তাপমাত্রার কারণে অগ্নুৎপাত এর উৎপত্তি হয়েছে বলে মনে করা হচ্ছে।

কন্টেইনারে আগুন ধরার কারণে কোনো বড় । ক্ষয়ক্ষতি হয় নাই এবং বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে যানাগেছ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com