জাপানের দুইটি নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন
মোঃ শাহরিয়ার রিপন চট্টগ্রাম ঃ-
০৮/০১/২০২২ ইং তারিখম ২.৪৫ টার সময় অধিনায়ক Cdr KONDO KOJE এবং Lt Cdr ITO AKIRA এর নেতৃত্বে জাপানের দুইটি নৌবাহিনী জাহাজ JS URAGA এবং JS HIRADO ১৮০(১২৬+৫৪) জন নৌ সদস্য নিয়ে চট্টগ্রাম নৌ অঞ্চলে আগমন করতঃ চট্টগ্রাম সমুদ্র বন্দরের এনসিটি-০৫ নং বার্থে অবস্হান করে। উক্ত জাহাজ দুটি Japan Maritime Self Defence Force (JMSDF) এর Indo- Pacific and the Middle East এবং Deployment এ নিয়োজিত ০৮-১০ জানুয়ারী-২০২২ পর্যন্ত বাংলাদেশের চট্রগ্রাম নৌ অঞ্চলে শুভেচ্ছা সফরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি-০৫ নং জেটিতে আগমন করেন।
জাহাজ দুটি পোতাশ্রয়ে আগমন কালে ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী, (জি), পিসিজিএম, এনসিসি, পিএসসি, বিএন (সিএসও টু কমচিট) নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
জাহাজ দুটি বন্দরে আগমন কালে জাপানের রাষ্ট্রদূত H.E. Mr. ITO Naoki (Ambassador of Japan) ও ৩ জন প্রতিনিধি Mr. IIGAI Yuka ( First Secratery of the Embassy of Japan in BD), Mr. KOBAYASHI Yoshiaki ( Second Secretary of the Embassy of Japan in BD) এবং Mr. Abdul Hasnat Rony (Political Specialist of the Embassy of Japan in BD) উপস্থিত থেকে জাহাজ কে স্বাগত জানান।
এসময় ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ২০ জন সদস্যরা উপস্থিত ছিলেন ।
জাহাজ পোতাশ্রয়ে আগমনকালে অত্র শাখা কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হয়।
জাহাজ দুটি এনসিটি-০৫ নং জেটিতে অবস্থান কালে কোন প্রকার দুর্ঘটনার সম্মুখীন হয়নি এবং জাহাজের নিরাপদ দুরত্ব বজায় রেখে কন্টেইনার বেষ্টনি এছাড়াও বানৌজা ঈসা খান হতে আরর্মস সেন্ট্রি ও ফায়ার ব্রিগেড নিয়োজিত ছিলো।