শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন
অনলাইন প্লাটফর্ম অ্যাক্টিভ ই-কমার্সের মাইল ফলক স্পর্শ
ডেক্স নিউজঃ
অনলাইন প্ল্যাটফর্ম অ্যাক্টিভ ই-কমার্স ৫০ হাজার সদস্য মাইল ফলক স্পর্শ করায় নগরীর একটি রেস্টুরেন্টে দিনব্যাপী উদ্যোক্তা মেলা গত ৫ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। কেক কেটে মেলার শুভ উদ্বোধন করেন বহুমাত্রিক ব্যবসায়ীক গ্রুপ আরাসের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা মানিকে রাসুল মুহাম্মদ রাইসু। উদ্বোধনী বক্তব্যে তিনি উদ্যাক্তাদেরকে আত্মবিশ্বাসী হয়ে কর্মপরিকল্পনা ঠিক করার মধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান।
মেলার স্পন্সর করেন বহুমাত্রিক ব্যবসায়ীক গ্রুপ আরাস।
সংগঠনের এডমিন রিতা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার লায়ন মো: জাবেদ আবছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আব্দুল নবী সেলিম, লায়ন কে.এম. ওবায়দুর রহমান, সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, মানবিক চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইলিয়াস রিপন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার লায়ন মোঃ জাবেদ আবছার চৌধুরী বলেন, এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে পণ্যের প্রসার ও বিক্রয়ের সুযোগ বৃদ্ধির সাথে সাথে উদ্যোক্তা ও সৃষ্টি হচ্ছে। অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশে উদ্যোক্তা তৈরিতে লক্ষ্যণীয় ভুমিকা রাখার ফলে তারা স্বাবলম্বী হয়ে দেশ ও জাতির কল্যাণেও ভূমিকা রাখছে।
মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো । একই ছাদের নিচে হরেক রকম পণ্যয ক্রয় করতে পেরে বেশ খুশি ক্রেতারা।
অন্যদিকে বিক্রেতারাও এক দিনের মেলায় বেশ সাড়া পেয়েছেন বলে জানান।