শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
১৫ আগস্ট পালন উপলক্ষে
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তীঃ১৫আগস্ট
জাতীয় শোক দিবস ও ১৫ আগস্ট পালন উপলক্ষে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি ১৫আগস্ট রোববার সকালে স্কুল গেট ও সীমনা প্রাচির এলাকায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় প্রধান শিক্ষক মোঃ ইসমাইল,শিক্ষক ফজল করিম, গোলাম মহিউদ্দিন, ওসমান গনি,মুনিরুল আনোয়ার ,মোঃইলিয়াছ আলী,শিক্ষীকা হোমায় আরা বেগম,শিক্ষীকা আনোয়ারা বেগম। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মোঃইশতিয়াক মাহমুদ শাহ, কামরুন্নাহার বেবী, সাংবাদিক বাবুল হোসেন বাবলা, বৃক্ষরোপণ কর্মসূচির উদোক্তা মোঃসালাহউদ্দিন রাজীব, বাবলী আক্তার,আমেনা বেগম, মোঃ আনোয়ার হোসেন, মোঃআনিসুর রাহমান,মোঃশিপলু মোঃকরিম,মোঃ রকি হাসান সহ শিক্ষক-শিক্ষীকা মন্ডলী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে স্কুলের নতুন গেট সংলগ্ন দুটি তালগাছ এবং সীমানা প্রাচির সংলগ্ন একটি শোভাবর্দণ গাছ লাগিয়ে এর সূচনা হয়।জাতীয় শোক দিবস ও ১৫আগস্ট পালন ১৫টি বিভিন্ন প্রজাতীর বৃক্ষরোপন করে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মহতী উদ্যোগ কে স্বাগত জানান স্কুল ম্যানেজিং কমিটি।
এরূপ সামাজিক ওউন্নয়ন কাজে সকল কে এগিয়ে এসে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিতে অবদান রাখার আহবান করেন সভাপতিহাজী সাহাব উদ্দিন। পরে বৃক্ষরোপন করে সার-পানি সেচ সহ যত্নবান খুঁটিস্থাপন করা হয়।