বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
পতেঙ্গা ও হালিশহর থানার ওসি কে বদলীর আদেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর
ডেক্স নিউজ ঃ-
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে চট্টগ্রামের বাসিন্দাদের বদলীর অংশ হিসেবে আরো দুই ওসিকে বদলী আদেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।
রোববার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাদের চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। বদলীর আদেশ পাওয়া হালিশহরের ওসি মোঃ রফিকুল ইসলাম ও পতেঙ্গার ওসি জোবায়ের মোহা ম্মদ সৈয়দ।
বদলীর আদেশ পাওয়ার পর আগামী ১৭ আগস্টের মধ্যে তারা সিএমপি না ছাড়লে ১৮ আগস্ট থেকে তাদের স্ট্যান্ড রিলিজ করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।তাদের মধ্যে রফিকের বাড়ি রাউজান ও জোবাইয়েরর বাড়ি চন্দনাইশে।
রফিকুল ইসলাম গত আটমাস আগে হালিশহর থানায় যোগদান করেন। এর আগে চকবাজারের ওসি মোহাম্মদ আলমগীর ও বাকলিয়ার ওসি রহুল আমীন কে বদলী করা হয় রাজশাহী ও ঢাকাতে।