রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দরের ৫ নং গেইটের সামনে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু।
ডেক্স নিউজ ঃ-
২৫/০৭/২০২১ ৬.৫০ মিঃ এর সময় বন্দরের ০৫ নং গেইটের সামনে মেইন রোডে মোঃ মাহবুবুল আলম(২২), পিতাঃ মহিন উদ্দীন, মাতাঃ রহিমা বেগম, ঠিকানাঃ আঃ মান্নান হাওলাদার বাড়ী, কসবা শহর, ডাকঘরঃ হিরামন বাজার (৩৭০২), লক্ষীপুর, সদর, লক্ষীপুর।
রাস্তা পার হওয়ার সময় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ড্রাইভার ইষ্ট কলোনির কাছে ট্রাক ফেলে রেখে পালিয়ে যায় গাড়ি নং চট্টমেট্রো -শ ১১-১৪৩৯
পরে বন্দর থানা পুলিশ গাড়িটাকে আটক করে থানায় নিয়ে যায় ।
ময়না তদন্তের জন্য লাশটি বন্দর থানায় নেওয়া হয়েছে।