রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু।
সামসুজ্জামান (সেন্টু) আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে পানির পড়ে মোঃ জুবায়ের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পাঁচুপুর ইউনিয়নের পাঁচপাকিয়া গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার পারপাঁচুপুর গ্রামের মোঃ আব্দুল কাদের ছেলে।
জানা গেছে, ওই দিন বিকেলে জুবায়ের মায়ের নানির বাড়ির আঙিনায় খেলছিল। এক সময় সকলের অজান্তে বাড়িতে সামনে থাকা নদীতে পড়ে যায়। পরে তার আত্নীয়-স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে, এক পর্যায়ে তাকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফছার আলী জানান, ঘটনা স্থলে আমি গিয়েছিলাম, এ বিষয়ে আমি অবগত আছি।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় মৃত শিশুটিকে দাফন কাফনের জন্য তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।