বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
কথা-কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে এক যুবক খুন।
ডেক্স নিউজ ঃ-
আজ ২৫-০৬-২০২১ ৬.৫০ টায় ডবলমুরিং থানাধীন বেপারীপাড়ার মোড়ে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে হারেস নামে এক যুবক খুন হয়েছে।
যানাগেছে, কথা কাটাকাটির এক পর্যায়ে ধরালো ছোরা দ্ধারা আসামী জসিম (৩২)(মাছ কাটে), ভিকটিম মোঃ হারেস (২৬) (দোকানের কর্মচারী) পিতা মৃতঃ রফিক চৌঃ,সাং- দাইয়াপাড়া, ডবল মুরিং চট্টগ্রাম কে গলায় ছুরি দিয়ে স্ব-জোরে কোপ দেয় এতে সে মাটিতে লুটিয়ে পড়ে ও পরে মৃত্যু হয়।
আসামিকে ডবলমুরিং থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেছে ।
আসামী জসিম এর অবস্হাও সংকটজনক, তাকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। চমেক হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি আছে।
ডবলমুরিং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।