শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
১ টি দেশীয় তৈরি এল.জি ও ০৪(চার) রাউন্ড কার্তুজসহ ০২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
ডেক্স নিউজ ঃঃ-
চট্রগ্রাম মহানগরের কর্ণফুলী থানাধীন বন্দর সিইউএফএল & কাফকো সড়কস্থ কস্তুরি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রাস্তার উপর।
উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর & পশ্চিম) জনাব মোঃ ফারুক উল হক পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব নোবেল চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর & পশ্চিম) জনাব মোঃ গোলাম ছরোয়ার’দ্বয়ের সার্বিক তত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে এসআই এ এম সফিউল আজম মুন্সী, এসআই মোঃ আনোয়ার হোসেন, এসআই প্রবাল সিনহা, এএসআই তাজুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম
মহানগরের কর্ণফুলী থানাধীন বন্দর সিইউএফএল & কাফকো সড়কে অভিযান পরিচালনা করে ০১ টি দেশীয় তৈরি এল.জি ও ০৪(চার) রাউন্ড কার্তুজসহ মোঃ আজিজুর রহমান প্রকাশ আজিজ(৪৫) ও সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ(৩২) কে আটক করে ডিবি পুলিশের টিম- ১৭
মোঃ আজিজুর রহমান প্রকাশ আজিজ(৪৫), পিতাঃ মতিউর রহমান, মাতাঃ মরিয়ম বেগম এবং ২। সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ(৩২), পিতাঃ নুরুল ইসলাম, মাতাঃ নুরজাহান বেগম, উভয় সাংঃ পশ্চিম চাতুরি(পাঁচ সিকদারের বাড়ি), ৬ নং ওয়ার্ড, থানাঃ আনোয়ারা, জেলাঃ চট্টগ্রাম। উল্লেখ্য যে, ধৃত আসামি মোঃ আজিজুর রহমান প্রকাশ আজিজ(৪৫)’র বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
কর্নফুলি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।