রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম নাগরিক ফোরামের মানববন্ধন আয়োজিত
মোঃ শাহরিয়ার রিপন ঃঃ-
চট্টগ্রামকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে হবে
গতকাল শনিবার নগরীর চেরাগী পাহাড় চত্ত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন আয়োজিত হয়েছে। সাংবাদিক স.ম জিয়াউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে সভাপত্বি করেন ফোরামের যুগ্ম মহাসচিব- আকরাম হোসেন। ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন স্বাগত বক্তব্য প্রেরণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন। ফোরামের নেতৃবৃন্দরা বলেন- প্রাচ্য রানী খ্যাত চট্টগ্রাম আজ বহুমুখী পরিবেশ দূষণের শিকার একদিকে জলবদ্ধতার কারণে নগরবাসী হিমসিম খাচ্ছে অন্যদিকে গাড়ির কালো ধোয়া, হাইড্রোলিক হরণ, পাহাড় কর্তন, সবুজ বেষ্টনি নষ্টকরণসহ নদী নালা খাল বিল ভরাট কর্ণফুলী নদীকে দূষণকরণ নিত্যনৈতিক বিষয় হয়ে দাড়িয়েছে। দিনদিন প্রতিদিন দূষণের শিকার হচ্ছে প্রতিটি মানুষ তাই অবিলম্বে চট্টগ্রামকে দূষণ মুক্ত করার নাগরিক ফোরামের আহ্বান রইল।
ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন আমরা পরিবেশ রক্ষার আন্দোলন শুরু করেছিলাম ৮০’র দশকে আমাদের আন্দোলন সংগ্রামের কারণে তৎসময়ে নগরীকে দূষণ মুক্ত করার সরকার উদ্যোগ নিয়েছিলেন। তিনি আরও বলেন- যত্রতত্র ময়লা আবর্জনা বিষাক্ত পচনহীন পলিথিন নিক্ষেপ করার কারণে নালা নর্দমা ভরাট হয়ে গিয়ে নগরীর মারাত্বকভাবে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য প্রতিটি নগরবাসীকে সোচ্চার ও সচেতন হতে হবে।
ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন- নগরীর ভিতরে এবং বাইরে যেসব পাহাড় রয়েছে তা আজ ভূমিদস্যু ও বনদস্যুদের কবলে পড়ে অস্তিত্ব হারাচ্ছে। পাহাড় সমূহ রক্ষা এবং নিয়মিত আসপাস এলাকায় গাছলাগানো ব্যাতিত পরিবেশ রক্ষায় কোন বিকল্প নেই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক শাহরিয়ার রিপন, লাভলী ডিও, মাসুদ রানা, ফোরকান আহমেদ, সজল বাবু, মোহাম্মদ আইয়ুব, সাংবাদিক সেলিম, আনিস খোকন, সবিতা রানি বিশ্বাস, সাজেদা বেগম সাজু, রতœা আক্তার, জান্নাতুল ফেরদৌস ঝিনুক, মো: কালিম শেখ, বিধান বড়–য়া, বায়েজিদ ফরাজি, হাসান মুরাদ, এম এ হাসেম, সহ প্রমুখ।