রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দর সংলগ্ন পুরাতন পোর্ট মার্কেট এলাকায় চট্টগ্রাম বন্দর এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে বিস্ফোরণ পদার্থ অকটেন ও পেট্রোল মজুদকৃত দোকানে অভিযান।
মোঃ শাহরিয়ার রিপন ঃ-
আজ ০১/০৬/২০২১ ইং ১২.০০-টা থেকে ১২.৪৫ পর্যন্ত চট্টগ্রাম বন্দর সংলগ্ন পুরাতন পোর্ট মার্কেট এলাকায় একটি দোকানে অবৈধভাবে মজুদকৃত বিস্ফোরক পদার্থ অকটেন, ডিজেল, পেট্রোল জব্দ করার নিমিত্তে চট্টগ্রাম বন্দর এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বন্দর এনএসআই একটি টীম ঘটনাস্থলে ৫৫ লিটার বিস্ফোরক পদার্থ অকটেন জব্দ করে।
বাংলাদেশ বিস্ফোরক আইন ১৯৩৪ অনুসারে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করে। উক্ত জব্দকৃত মালামাল অকটেন ধ্বংসের নিমিত্তে নিয়ে যাওয়া হয়।
উক্ত দোকানটির মালিক মোহাম্মদ মনজুরুল আলম।
যার ঠিকানা – ধোপা দিঘীরপাড়, মধ্যম হালিশহর, চট্টগ্রাম।
তার কাছ থেকে জ্বালানি তেল বিক্রি করার কোন প্রকার লাইসেন্স পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দর সংলগ্ন পুরাতন পোর্ট মার্কেট এলাকার উক্ত জায়গা মালিক বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
তবে অবৈধভাবে এসকল জায়গা দখল করে বিভিন্ন চোরাকারবারি ও সিন্ডিকেট ব্যবসায়ীরা ব্যবসা করে আসছিল বলে জানা যায়।