বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
মহানগর গোয়েন্দা(বন্দর) বিভাগের অভিযান ০৫(পাঁচ) কেজি গাঁজাসহ ০২(দুই) জন আটক।
ডেক্স নিউজ ঃঃ-
মহানগর গোয়েন্দা(বন্দর) বিভাগের ১৭ নং চৌকস টিম এর অভিযানে ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
জানাগেছে, ২১/৫/২০২১ ইং আকবর শাহ থানাধীন সিডিএ ১ নং রোডস্থ রেল গেইট সংলগ্ন গেইট ম্যানের রুমের উত্তর পাশে তাজু সওদাগরের মুরগির দোকানের সামনে রাস্তার উপর। ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ী অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ১৭ নং টিম সুকৌশলে তাদেরকে আটক করে।গ্রেফতার ইকবাল-২৫ আলমগীর-২২, উভয়-চৌদ্দগ্রাম, কুমিল্লার বাসিন্দা। আকবর শাহ থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।