শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
ইপিজেড এলাকায় অসহায়দের
ঘরে খাদ্যপৌছে দিলেন মানবিক পুলিশ সদস্যরা…
বিশেষ বার্তাঃ ১৬এপ্রিল
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে ইপিজেড থানা এলাকায় অসহায়-হতদরিদ্র গরীব দুখী মেহনতী মানুষের মাঝে করোনার সহায়তা ও রমজানের উপহার সামগ্রী পৌঁছে দিলেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া ।
এসময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মোঃ হোসাইন , সিইপিজেড পুলিশ ফাঁড়ীর ইনচার্স এস.আই মোঃ ইয়াসিন , সিনিয়র এস.আই আব্দুল নুর সহ থানা এলাকার বিট পুলিশ কর্মকর্তা ও বিট পুলিশিং কমিটির সদস্য বৃন্দ।
উপহার সামগ্রী ইপিজেড থানা এলাকার বন্দরটিলা আলী শাহ নগর রেললাইন,বস্তি ওনিন্ম-মধ্যবৃত্ত ভাড়া ঘরের অসহায়-হতদরিদ্র গরীব দুখী মেহনতী মানুষের মাঝে বিতরণ করেন। মানবিক পুলিশ এর পক্ষ থেকে করোনার সহায়তা ও রমজানের উপহার সামগ্রী মাঝরাতে পেয়ে লকডাউনে ঘরবন্দী লোকজন মনোবল ফিরে পেয়েছেন বলে সংবাদ মাধ্যম কে জানান।