শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ১২৭তম
জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ছাত্রলীগ
ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। চান্দগাঁও থানা ছাত্রলীগের উদ্যোগে রাউজন উপজেলার নোয়াপারা তার গ্রামে মাস্টারদা সূর্য সেনের স্মরণে স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করে।
চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নূরুন নবী সাহেদ বলেন, সূর্য সেন চট্টগ্রামের অস্ত্রাগার লুট করার পর একটি গ্রামে অবস্থান করেন। কিন্তু তাঁরই এক কর্মী নেত্র সেন বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের ঘোষিত ১০ হাজার টাকা পুরস্কারের লোভে তাঁকে ধরিয়ে দেন। একইভাবে বঙ্গবন্ধুকে যাঁরা হত্যা করেন, তারা আওয়ামীলীগের ভিতরে ক্ষমতা-লোভী খন্দকার মোস্তাকরা লুকিয়ে ছিলেন মাস্টারদা সূর্য সেনের স্বৈরাচার বিরোধী আদর্শ ধারন করে দেশের সকল ষড়যন্ত্র মোকাবিলায় নিজের জীবন কে বাজি রাখবো। এতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা শেখ মহিউদ্দিন, নূর মোহম্মদ সানি, মোঃ দিদারুল ইসলাম শাহিন, জিপাদুল ইসলাম, জুয়েল আহম্মেদ, মোঃ খোরশেদ, সৈয়দ আব্দুল্লাহ আরাফাত, শেখ ইনজামুল হক, সাগর দাশ, আফতাব উদ্দিন গালিব, আমিনুল ইসলাম রোহান, ইসতিয়াক গণি ইফতি, ইফতি জিসান, সৌমিত্র চৌধুরী প্রমুখ।
বার্তা