বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন
হায়রে মাতৃত্ব:
আজ দুপুর অনুমান একটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের আওতাধীন খুলশী থানার পলিট্যাকনিকেল এলাকায় মডেল স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিল এএসআই হিরন মিয়া। দায়িত্ব কালে হিরণ হঠাৎ দেখতে পায় দ্রুতগামী একটি সিএনজিচালিত ট্যাক্সির ভিতর থেকে ছোট বস্তু সদৃশ কিছু একটা ফেলে দিয়ে সিএনজি ট্যাক্সি টি চলে যাচ্ছে। সাথে সাথে হিরন ঘটনাস্থলে এগিয়ে যায় এবং সেখান থেকে অনুমান ৭/৮ মাসের একটি বাচ্চা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তিনি অফিসার ইনচার্জ খুলশী থানার সাথে আলোচনা করে বাচ্চাটিকে সুচিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় এবং উত্তর বিভাগের পক্ষ থেকে বাচ্চাটির চিকিৎসার ব্যবস্থা করা হলে ধীরে ধীরে বাচ্চাটি সুস্থ হয়ে ওঠে। বর্তমানে সে হাসপাতালে ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
এ.এস.আই হিরনের এই মানবিকতা যেন সকলকে স্পর্শ করে, আর মুজিববর্ষের অঙ্গীকারে আমরা যেন সকলে হয়ে ওঠে মানবতার বাতিঘর।