বৃহস্পতিবার, ১২ Jun ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
লালখান বাজারের কাউন্সিলর আবুল হাসনাত বেলাল ও আঞ্জুমান আরা কে গণসংবর্ধন
বাবলু বড়ুয়া ঃ- চট্টগ্রাম
চট্টগ্রামের লালখান বাজারের তুলা পুকুর পাড়ে নব নির্বাচিত কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল ও আঞ্জুমান আরা কে একটি গণসংবর্ধনার আয়োজন করেন তুলা পুকুর পাড়ের এলাকা বাসী। গণসংবর্ধনা টির সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি সিদ্দিক আহমেদ এবং সঞ্চালনা করেন আলী আজগর।
এসময় এলাকাবাসীরা তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এসময় আবুল হাসনাত বেলাল বলেন, আমি আমার নির্বাচনি ইস্তেহারেই বলেছিলাম আমি একটু নিরাপদ লালখান বাজার উপহার দিবো। আমি তার কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে। সিএমপি এর সমন্বয়ে আমি লালখান বাজারের বিভিন্ন ঝুকিপুর্ন এলাকাগুলোকে সিসিটিভির আওতায় আনার চেষ্টা করছি।
এ সময় আরো উপস্থীত ছিলেন সংরক্ষিত নবনির্বাচিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, আন্তর্জাতিক দুর্নিতি বিরোধী সোসাইটি এর চেয়ারম্যান জিএম ফারুক, সাংবাদিক বাবলু বড়ুয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন