মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্টার লক্ষ্যে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক। খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলা উদ্বোধন লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও বর্ষবরণ অনুষ্ঠান সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় অস্বাস্থ্যকর পন্য জব্দ৷ এলএস বাইকারস দের নিয়ে যাত্রা শুরু৷ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহাগাড়ায় মাঠে সাধারণ শিক্ষার্থীগন। লোহাগড়ায় শ্রীঘরে নগদ টাকা ও ইয়াবা জব্দ। লোহাগড়ায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।

অবিলম্বে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে তৃণমূল।

 

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবীতে তৃণমূল এনডিএম’র বিক্ষোভ সমাবেশে জননেতা খোকন চৌধুরী
অবিলম্বে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে
তৃণমূল এনডিএম চেয়ারম্যান জননেতা খোকন চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের যতদিন দেশি-বিদেশি এনজিওগুলো বসিয়ে বসিয়ে খাওয়াবে ততদিন তারা এখানেই থাকবে। রোহিঙ্গাদের বার্মায় ফিরিয়ে দিতে চাইলে সব সাহায্য সব মাগনা খাবার বন্ধ করে দিতে হবে। একথা সত্যি, আমাদের ছোট তরী আমাদের নিজেদের ভারেই কানায় কানায় পূর্ণ; তার ওপর বাড়তি কেউ নিদারুণ অসময়ের মেহমান। গরীব গৃহ¯ের প্রাচ্যদেশীয় সহমর্মিতায় বিপদে পড়া শিশু-বৃদ্ধ-নারী-পুরুষকে আমরা জায়গা দিয়েছি বটে, কিš আমাদের মনে সব সময়েই এই আশা ছিল যে তারা ফিরে যাবেন। কোনো এক সকালে তারা আবার হাসিমুখে সেই দেশে ফিরে যাবেন এমন আশা আমরা আসলে কেন করেছিলাম? পুরোটাই লোক দেখানো, অথবা নিজেদের শান্তনা দেওয়ার চেষ্টা নয়ত? তিনি গতকাল বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম)’র উদ্যোগে রাহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবীতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি আরো বলেন, কোন বিবেচনায় সরকারের পক্ষ থেকে হাজার বিশেক মানুষের নাম তোলা হলো, মিয়ানমার সরকারও বা কোন বিবেচনাতে সাড়ে তিন হাজার মানুষকে ফেরত নিতে একমত হলো তা আমাদের কাছে স্পষ্ট নয়। তালিকা করার আগে কি সেইসব রোহিঙ্গার সঙ্গে কথা বলা হয়েছিল? সম্ভাব্য প্রত্যাবাসন কর্মসূচির ঠিক আগে আগে তাদের জানানো এবং তাদের বন-জঙ্গলে লুকিয়ে থাকা, ভয় পাওয়া, আত্মহত্যা করতে চাওয়া এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘জোর করে কাউকে ফেরত পাঠানো হবে না’ বক্তব্যকে দুটিমাত্র শব্দেও বলা যায় অদূরদর্শিতা ও বুদ্ধিহীনতা। তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী বলেন, একথা এখন পরিষ্কার যে, রোহিঙ্গা প্রশ্নে আমাদের পাশে আসলে কেউ নেই। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এবং তাদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে মায়ানমার সরকারের উপর যথেষ্ট চাপ দিতে বাংলাদেশের সামর্থ্যকে কী কূটনৈতিক ব্যর্থতা বলা যায়? আজ একই ঘটনা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো দেশের ক্ষেত্রে ঘটলে কি আলাদা ফল হতো? হয়ত হতো, কারণ, ঐতিহাসিকভাবে বাংলাদেশ কোনো একটা পক্ষ বা জোটের প্রতি একনিষ্ঠ নয়। বাংলাদেশ এখন কী করবে? একথা বলার আর অপেক্ষা রাখে না যে, কক্সবাজারের থানাগুলোতে এই ১০-১২ লাখ রোহিঙ্গাকে আর রাখা যাবে না। এ ব্যাপারে এখনই ব্যব¯া নিতে হবে।
সিনিয়র যুগ্ম মহাসচিব এম এস চৌধুরী শুভর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আহবায়ক নুরুল কবীর শাহ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল এনডিএম’র উপদেষ্টা কামরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেত তৃণমূল এনডিএমের ¯ায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মো. হানিফ, তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কাজী শহীদ উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, আবদুর রব, প্রণব চৌধুরী, মোরশেদ আলম চৌধুরী, আবদুস সোবহান, মো. ফুল মিয়া। বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব সিরাজুন নূর বেগম, মো. সাদেক হোসেন চৌধুরী, প্রণব চক্রবর্তী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, কক্সবাজার জেলার আহবায়ক ফরিদুল আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, সিরাজুল হক, কক্সবাজার জেলা নেতা তপন শীল, বদরুজ্জা, রেজাউল করিম রেজা, সুরজিত চৌধুরী, শাহজালাল রাজন, রানা মিশরী, লিটন, নুরুজ্জামান জাহেদ, নয়ন, রাসেল, মুকুল, জয় দাশ, মানিক দশ, রনি দাশ, রিয়াজ, জানে আলম, জসিম, মো. জামাল উদ্দীন, নাসির, ফরিদা ইয়াসমিন, টুম্পা, আরিফুল ইসলাম, দিলীপ দাশ, সিদাম শীল, জয় দাশ, উর্ম্মি আকতার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com