বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পটিয়া উপজেলা শাখা
গঠন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
নিউজ ডেক্স ঃ
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ ১৮ নভেম্বর বিকেল ৫টায় পটিয়া পৌরসভাধীন আব্দুল করিম সাহিত্য বিশারদ সড়কস্থ বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ে বিশিষ্ট নারী নেত্রী ও পটিয়া পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি জেসমিন আক্তার তুলির সভাপতিত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পটিয়া উপজেলা শাখা গঠন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সমন্বয়ক ও সাংস্কৃতিক সংগঠক স.ম জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মাসুমা কামাল আঁখি, অর্থ সম্পাদক মো: গোলাম রহমান। এসময় নেতৃবৃন্দরা বলেন, বাঙালির হাজার বছরের চিরায়ত ও ঐতিহ্য সমৃদ্ধ আবহমান সংস্কৃতি বিশ্ব দরবারে প্রশংসিত। যে জাতি নিজস্ব সংস্কৃতিকে লালন করে সে জাতি বিশ্বে উন্নত জাতি হিসেবে অবিহিত। সংস্কৃতি ছাড়া জাতির উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। নেতৃবৃন্দরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় নাজমুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মো: নাজিম উদ্দীন, মির্জা সিরাজুল ইসলাম, এড. বিবি আয়েশা সুলতানা সুমি, সুলতানা রাজিয়া, নাহিদা সুলতানা, শাহিন আক্তার প্রমুখ। সভা শেষে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা মো: নাজিম উদ্দিনকে সভাপতি, সরিৎ চৌধুরী সাজু, এড. বিবি আয়েশা সুলতানা সুমি, নাহিদা সুলতানাকে সহ-সভাপতি, জেসমিন সুলতানা তুলিকে সাধারণ সম্পাদক, মো: জাহেদুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক, মো: নাজমুল হুদাকে সাংগঠনিক সম্পাদক ও মির্জা সিরাজুল ইসলামকে সিনিয়র সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়।