সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
মীরবাড়ী ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপিত
রসুল পাক (সাঃ)’র আদর্শ অনুসরণ করলে একমাত্র
করোনার মতো মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব – সুফী মিজানুর রহমান
মোঃ আব্দুল্লাহ চট্টগ্রাম থেকে ঃঃ-
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড চান্দগাঁও থানাধীন এককিলোমিটার মীরবাড়ী ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের উদ্যোগে সভা শেষে বিশিষ্ট শিল্পপতি পিএইচপি ফ্যামিলিয়ান মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান মোবাইলের মাধ্যমে অত্র এলাকার মাহফিলে উপস্থিত সকল মুসল্লিদের খোজ খবর নেন এবং মহান রাব্বুল আলামীনের কাছে মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীর রক্ষার জন্য দোয়া কামনা করেন। মীর বাড়ী ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের সভাপতি এস এম শফির সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অত্র এলাকার হাজারো মুসল্লি ও গন্যমান ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১৬ নভেম্বর সোমবার বাদে মাগরীব ঈদে-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ২৬তম মিলাদ মাহফিল ও পিতা-মাতার জিয়াফত ও খতমে কোরান তেলাওয়াত আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড সাবেক কাউন্সিলর লায়ন এম. আশরাফুল আলম। প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ব্যবস্থাপনা পরিচালক পিএইচপি ফ্যামেলি লি. আলহাজ্ব আমির হোসেন সোহেল। প্রধান বক্তা চবি’র ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান ড.এ.এস.এম বোরহান উদ্দিন,। বিশেষ অতিথি চবি’র আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও খতিবের হাট কাদেরীয়া তৈয়্যাবিয়া জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া, মীর আফাজ চৌধুরী জামে মসজিদ এর খতিব মাওলানা মহিউদ্দিন মাহমুদ আল কাদেরী, মদিনা ইসলামী মিশন চেয়ারম্যান মাওলানা মো: নিজামউদ্দিন আশরাফী। চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য এস এম নুরুল আলম, বাংলাদেশ শ্রম ট্রাস্টের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, অত্র মসজিদের ইমাম মাওলানা আহমেদুল রহমান, শাহজাদা সৈয়দ আমান উল্লাহ হোসাইনী, মাওলানা মহিউদ্দিন, মো: নুরুনবী মিন্টু, মো: হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: খোরশেদ আলম, এস.এম বোরহান, মীর বাড়ী ইউনিট গাউছিয়া কমিটির সভাপতি এস এম মাসুদ আলম, যুবনেতা মো: মানিক, মো: আলী, মো: দিদারুল আলম, মো: আব্দুর রহিম প্রমুখ। বক্তারা বলেন, আল্লাহর রাসুলের আশেক হলে আল্লাহ নৈকট্ট লাভ করা একমাত্র সম্ভব। মহান রাব্বুল আলামীন রাসুলে পাক (সাঃ) পবিত্র কোরানের মাধ্যমে দিকনিদের্শনা দিয়েছেন। এই মোতাবেক চললে রাসুলে পাক (সাঃ) দিকনিদের্শনা অনুসরণ করলে একমাত্র মহান রাব্বুল আলামীনের নৈকট্ট লাভ করা সম্ভব। অনেক আল্লাহ অলিরা মাতা-পিতার খেদমতের মধ্য দিয়ে আল্লাহ দিদার লাভ করেছেন। আল্লাহর খাস অলি হিসেবে তাদেরকে কবুল করেছেন। যার প্রমাণ হযরত বায়েজিদ বোস্তামী (রাঃ)। অলি আল্লাহরা সর্বক্ষণিক দ্বীন ইসলাম আল্লাহর এবাদতের মধ্য দিয়ে আল্লাহকে রাজী করেছেন। আল্লাহ এবাদত ছাড়া কখনো দিনদার ফরজারগার হওয়া সম্ভব নয়। তাই রাসুলের বায়েত হলে অন্তর দিয়ে রাসুল প্রেমিক হলে একমাত্র সম্ভব আল্লাহ নৈকট্ট লাভ করা। সভা শেষে সকল মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।