শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
হোসেন মিন্টুঃ
চট্টগ্রামের ফৌজদারহাটে ৮ ফেব্রুয়ারি রোজ শনিবার রাত আনুমানিক ১২.৩০ মিঃ
সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চোরাই কাঠ সহ একটি
কাভার ভ্যান জব্দ করেছে বন অধিদপ্তরের ফৌজদারহাট বিট কাম চেক পয়েন্ট
কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান বিশ্বস্ত সুত্রে খবর পেয়ে আমরা
চেকপোস্ট বসাই, চোরাই কাঠ বাহি গাড়ির চালক আমাদের তৎপরতা বুজতে পেরে
আমাদের সংকেত অমান্য করে খুব দ্রুত গাড়িনিয়ে পালাতে চেষ্টা করলে আমারা
তার পিছনে ধাওয়া করি পরে চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়।প্রায় এক ঘন্টার
চেষ্টায় আমরা গাড়ি জব্দ করতে সক্ষম হই, গাড়ির নাম্বার ঢাকা মেট্রো – ন-
২০-০০৬৬, আটককৃত গাড়িটিতে আনুমানিক ৪০০ সিএপটি গামার চিরাই কাঠ ছিলো যার
আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা ।