রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ
বাংলাদেশ সরকার ও জাইকার সহযোগিতায় অভয়নগর উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে নতুন অ্যাম্বুলেন্স। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অ্যাম্বুলেন্স ও চাবি হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
অ্যাম্বুলেন্স ও চাবি গ্রহণ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলিমুর রাজিব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, প্রকৌশলী কামরুল ইসলাম সরদার, জাইকার প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা, মফিজ উদ্দিন, বিষ্ণুপদ দত্ত, বিকাশ রায় কপিল, মোহাম্মদ আলী, নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, পৌর আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলার প্রায় চার লাখ মানুষের জন্য ছিল একটিমাত্র অ্যাম্বুলেন্স। যা প্রায় সময় বিকল হওয়ার কারণে চরম ভোগান্তীর শিকার হত রোগীরা। দীর্ঘ প্রচেষ্টার পর জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদিচ্ছায় জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে নতুন এ অ্যাম্বুলেন্স দেয়া সম্ভব হয়েছে। নতুন অ্যাম্বুলেন্স জনগণের ভোগান্তী লাঘবে সহায়ক হবে।