শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দর এনএসআই কর্তৃক পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে জাহাজ ভাঙ্গা ইয়ার্ডে অভিযান পরিচালনা ।
মোঃ শাহরিয়ার রিপনঃঃ-
আজ ০৬/১০/২০২০ দুপুর ২.০০ টায় চট্টগ্রাম বন্দর এনএসআই তথ্যের ভিত্তিতে ও উপস্থিতিতে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযানে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে জাহাজ ভাঙ্গার সময় হাতেনাতে জাহাজ মালিক ও শ্রমিকদের ধরা হয়।
জাহাজগুলো অবৈধভাবে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই ভাঙ্গা হচ্ছিল।
অবৈধভাবে জাহাজ ভাঙ্গা পরিবেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ও পরিবেশ বিপর্যয়ের কারণ বলে গণ্য করা হয়।
পরিবেশ অধিদপ্তর অবৈধভাবে জাহাজ ভাঙার অপরাধে জাহাজ মালিকদের বিরুদ্ধে নোটিশ প্রদান করে সমন জারি করেন।
আগামী ২০/১০/২০২০ খ্রীঃ তারিখে জাহাজ মালিকদের পরিবেশ অধিদপ্তর হাজিরা দিতে বলা হয়।
উল্লেখ্য ঐদিন শুনানির পর জরিমানা করা হবে বলে জানা যায়।
জাহাজের নাম ও মালিকের নামঃ
১.এম ভি সিফাত
মালিকের নামঃ মোঃ শাহীন, জামালপুর
এবং মোঃ মনির,বরিশাল।
২.এমভি খাদিজা এবং সাফিন
মালিকের নামঃ মোঃ শাহাদাত, বিজয়নগর এবং মোঃ হেলাল,লক্ষীপুর।
৩.এমভি সাইফুল সরকার
মালিকের নামঃ মোঃ মোজাম্মেল, বিজয়নগর এবং শহিদুল ইসলাম, বরিশাল।
ড্রেজার মেশিনের নাম ও মালিকের নামঃ
১.পিএমএস -০১
মালিকের নামঃ মোঃ সেলিম