শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো নূর জান্নাত ফ্যাশন
বাবলা বড়ুয়া চট্টগ্রাম থেকে ঃ
অদ্য সোমবার( ২৮ শে সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নগরীর ইউনেস্কো সিটি সেন্টারে উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো নূর জান্নাত ফ্যাশন প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম নগরীর ফ্যাশন সচেতন ক্রেতা মহিলা উদ্দোক্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয় নূর জান্নাত ফ্যাশন । নূর জান্নাত ফ্যাশন হাউসটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন চট্টগ্রাম ১৪ নং লালখান বাজার ওর্য়াড আওয়ামী লীগের দলীয় একক কাউন্সিলর পদপ্রার্থী জনাব আবুল হাসনাত মোঃ বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দোক্তা তামান্না আসিফ।
উদ্ভোধনী অনুষ্ঠানে জনাব আবুল হাসনাত মোঃ বেলাল চট্টগ্রামের নারী উদ্দোক্তাদের অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেন- চট্টগ্রামের মহিলা উদ্দোক্তারা সফলতার সাথে জাতীয় অর্থনীতির অগ্রযাত্রায় অবদান রেখে আসছে । নিবিড় সরকারী পৃষ্ঠপোষকতা পেলে পোষাকশিল্পসহ নানাক্ষেত্রে এই নারীদের কর্মযজ্ঞ ছড়িয়ে যাবে বিশ্বব্যাপী ।
নূর জান্নাত ফ্যাশন নাম দিয়ে শুরু করা হাউসটিতে রয়েছে ফ্যাশন প্রিয়দের রকমারী কালেকশন । সাধ এবং সাধ্যের মিশেল নিয়ে গ্রাহকদের চাহিদা মেটাতে নূর জান্নাত ফ্যাশন প্রস্তত বলে জানান পরিচালক মিতা নূর মিথিলা।