সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
জামায়াত নেতা মুছার বাধায় বন্ধ রাস্তার কাজ ২ হাজার মানুষ চলাচলের বিপাকে।
মোঃ শাহরিয়ার রিপনঃ
৩৭ নং মনির নগর ওয়ার্ড আদর্শ পাড়া দফাদার বাড়ীর সিটি কর্পোরেশন সিট ভুক্ত চলাচল রাস্তার ও ড্রেনের সংস্কারর কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় জামাত নেতা মুছা কর্তৃক এই সংস্কার কাজে বাধা দিচ্ছেন বলে স্থানীদের অভিযোগ। প্রায় ২০০০ হাজার লোকের বসবাস আদর্শ পাড়ায়। ৩০৫ ফুট দীর্ঘ চলাচল রাস্তার পাশে ড্রেনের সিটি কর্পোেরেশন কর্তৃক সংস্কার কাজ চলমান।স্থানীরা বলছেন ৩০ বছরে পূর্বে এই ড্রেনের কাজ দুই দফা সিটি কর্পোরেশন করেছিল। বর্তমানে পানি চলাচল রাস্তার সংস্কারের কাজ চলমান। স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা জসিম বলেন সিটি কর্পোরেশন কাজে বাধা দেওয়া এটা ন্যায় সংগত নয়।স্থানীয় অপর বাসিন্দা অনিক বলেন পানি চলাচলের রাস্তা সংস্কারের কাজ বাধা দিলে তারা পানি বন্ধির আশস্কা বোধ করছেন। এমতাবস্থায় জামাত নেতা মুছা কর্তৃক বাধার কারণে ড্রেন সংস্কারের কাজ বর্তমান বন্ধ। এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী চসিক প্রশাসক সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃ পক্ষের কাছে জোর দাবী করছেন অচিরেই যেন রাস্তা সহ ড্রেনের সংস্কারের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হওয়ার জন্য । এই বিষয়ে মুছা থেকে জানতে চাইলে মুছা বলেন এই জায়গা আমাদের পারিবারিক সম্পত্তি।