বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
এনএসআই মেট্টো শাখা ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে ইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চিটাগাং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিডব্লিউটিপি) কে জরিমানা
মোঃ শাহরিয়ার রিপন বিশেষ প্রতিনিধিঃঃ-
গত ১৩/০৯/২০২০ খ্রি: এ ১৭:৩০ ঘটিকায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ১৪ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
গত ০৯/০৯/২০২০ খ্রি: এ এনএসআই এর একটি টিম প্লান্ট টি সরজমিনে অনুসন্ধান করলে জানা যায়, চট্টগ্রাম ইপিজেডের ক্ষতিকর প্রায় এক লাখ ঘনমিটার তরল বর্জ্য বঙ্গোপসাগরে ফেলা হয়।
চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে ইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চিটাগাং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিডব্লিউটিপি) গত ২৮ আগস্ট থেকে ১০ দিন ধরে অকার্যকর ছিল।
এই ১০ দিনের প্রতিদিনই ৯ হাজার ২৩০ ঘনমিটার করে অপরিশোধিত তরল বর্জ্য ফেলা হয়েছে সাগরে।
যা পরিবেশ ও সাগরের জন্য অপূরণীয় ক্ষতি হয়।
পরবর্তীতে ০৯/০৯/২০২০ খ্রিঃ এনএসআই মেট্টো শাখা চট্টগ্রাম পরিবেশ অধিদফতরে উক্ত প্লান্ট এর তরল বর্জ্য পরীক্ষার জন্য পাঠায় এবং ফলাফলে বিষাক্ত ইলিমেন্টস পাওয়া যাওয়ায় পরিবেশ অধিদফতর উক্ত প্লান্টটিকে জরিমানা করে।