শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
শুক্রবার এশার নামাজ চলাকালে রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে
নারায়ণগঞ্জে ফতুল্লার তল্লা এলাকার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজ চলাকালে রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নামাজ চলাকালে মসজিদের ভেতরে থাকা এসি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। এ সময় তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন।
হাজীগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিস্ফোরণের ঘটনায় মসজিদের ইমাম আব্দুল মালেক মোছারি ও মোয়াজ্জেম মো. দেলোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নারায়ণগঞ্জে বিভিন্ন হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি বলেন, “রাত পৌনে ৯টার দিকে বিস্ফোরণের খবর পেয়েছে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।”
এদিকে, আহতদের মধ্যে ৩৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, “কেউই শঙ্কামুক্ত নন।