মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
“দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তারা ”
দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ডবাসী আজীবন শফিউল আলম কে স্মরণ করবে
প্রেস বিজ্ঞপ্তীঃ২৩আগষ্ট
ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আওয়ামী লীগের প্রয়াত সাঃ সম্পাদক হাজ্বী শফিউল আলম শফি ’এর’ স্মরনে খতমে কোরআন – দোয়া মাহফিল সিমেন্ট ক্রসিং জামে মসজিদে ২২শে আগষ্ট বাদে আছর অনুষ্ঠিত হয়। খতিব আল্লামা মাওঃ আনোয়ারুল ইসলাম খান মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড় থানা আঃ লীগ আহবায়ক হাজ্বী হারুনুর রশীদ, বিশেষ অতিথি যুগ্ন আহবায়ক আবু তাহের, ৩৯ নং ওয়ার্ড়আঃ লীগ‘র ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী সুলতান নাছির উদ্দীন।
এতে স্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী কাউন্সিলর,ওয়ার্ড যুবলীগ সভাপতি হাজ্বী জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর হাজ্বী মোঃ আসলাম, থানা আঃ লীগ নেতা সেলিম আফজাল, ওয়ার্ড আঃ লীগের যুগ্ম সম্পাদক আকবর হোসেন (কবি), এ-ইউনিট সহ-সভাপতি মোঃ আলমগীর, সাঃ সম্পাদক মোঃ জাবের হোসেন, বি-ইউনিট সভাপতি মোঃ ইলিয়াস, সাঃ সম্পাদক মোঃ হারুন, সি-ইউনিট সভাপতি হাজ্বী মোঃ আব্দুর রউফ, সাঃ সম্পাদক আনোয়ার হোসেন, আঃ লীগ নেতা মোঃ আক্কাস সওঃ, আব্দুল গাফফার, নুরুল বশর,মোঃশরীফ ,নেছার মিয়া আজিজ, কাউন্সিলর পরিষদের সাবেক সদস্য লোকমান হাকিম,মোঃ আইয়ুব,মোঃ ইউসুপ,হাজী শাহাবউদ্দীন, ওয়াসিম আকরাম, খায়রুল বশর প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড যুবলীগ সাঃ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক মোঃ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, যুবলীগ নেতা হারুন অর রশীদ, দেলোয়ার হোসেন খোকন, দিদার আলম দিদার,আনোয়ার হোসেন বেলাল,মোঃ সাহেদ ,আবুল কাশেম স্বপন,সাইফুল আমিন, মাসুদ রানা ,আফছার উদ্দিন লিটন, শ্রমিক নেতা মোঃ জাহেদ হোসেন, তাঁতী লীগের সৈয়দ আনোরুল করিম রুশদী,ছাত্রলীগ নেতা জোবায়ের খলিল দীপু,ইফতেখার জিসান, আঃরহমান, আলাউদ্দীন।
এছাড়া ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ সহ অত্র এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।
বক্তারা সবাই বলেন,দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ডবাসী আজীবন শফিউল আলম কে স্মরণ করবে এবং তাঁর রাজনৈতিক, সামাজিক-শিক্ষা সাংস্কৃতিক কর্মকান্ড গুলো হালিশহরের জনতাকে চিরস্মনীয় করে রাখবেই। আমরা সবাই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
ছবিসহ সংবাদ দাতাঃ আকবর হোসেন কবি, যুগ্ন সম্পাদক, ৩৯নং ওয়ার্ড আঃলীগ,চট্টগ্রাম।