বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
জাহাজ থেকে চোরা তেল নামানোর সময়ে হঠাৎ আগুন পতেঙ্গায়।
ডেক্স নিউজঃঃ-
আজ ১০/০৮/২০২০ তারিখে দুপুর ১২:৪৫ মিঃ সময়ে পতেঙ্গা থানাধীন বিজয় নগর ঘাটে এম,ভি সকিনা(বলগেট) জাহাজ থেকে চোরা তেল নামানোর সময়ে হঠাত আগুন লেগে যায়। তখন ঘাট সংলগ্ন নৌ বাহিনী একটি,ফায়ার সার্ভিস ও ই,ইপিজেট থানাধীন ফায়ার সা্ভিসের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জানাযায় পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ডের দঃপাড়ার মোহাঃ আঃ মাবুদ,পিতা,মূত জানে আলম,নাগর আলী বাড়ী, জাহাজটি তার নিজিস্ব বলে জানায়। ক্ষয় ক্ষতির পরিমান ২ লক্ষ টাকার মত। নাম প্রকাশেে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানায় এই এলাকায় দীর্ঘ দিন ধরে কয়েকটি চক্র তৈল চুরি, জাহাজের মালামাল চুরি সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। তাদের ব্যাপারে কেউ ভয়ে খুলতে রাজি নয়। এব্যাপারে প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি, তাদেরকে ধরে চালান দিলেও ফিরে এসে আবারও জড়িয়ে পড়ে চোরা কারবারির সাথে। এলাকাবাসি সহ সচেতন মহলের দাবি দীর্ঘ দিন ধরে চলে আসা এই চোরা কারবারীদের বিরুদ্ধে প্রশাসনের উচ্চ মহলের নজরদারিতে এনে স্থায়ী ভাবে এই চোরাকারবারী বন্ধ করার জোর দাবি জানায়।