রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
চট্রগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে অবৈধভাবে ফিশিং বোট প্রবেশ করার অপরাধে এনএসআই এর তথ্যের ভিত্তিতে জরিমানা।
মোঃ শাহরিয়ার রিপন ঃ
আজ ০৯/০৮/২০২০ ইং তারিখে ১৪.০০ টায় চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে একটি ফিশিং বোট বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রবেশ করে।
ফিশিং বোটটি অবৈধভাবে চ্যানেলের মধ্যে প্রবেশ করায় MV CAPE MONTERE নামে সিঙ্গাপুরগামী একটি পণ্যবাহী জাহাজের সাথে সংঘর্ষের উপক্রম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।
ফিশিং বোটটি গোপনে চ্যানেল হতে বাহির হয়ে যাওয়ার সময় বন্দর এনএসআই এর তথ্যের ভিত্তিতে ফিশিং বোটটিকে আটক করা হয়।
অতপর, বন্দর ম্যাজিস্ট্রেট জনাব গৌতম বারই এনএসআই সদস্যদের উপস্তিতিতে ফিশিং বোট চালককে ৫০,০০০ টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, কর্ণফুলী নদীর মূল চ্যানেলে ফিশিং বোট প্রবেশ নিষিদ্ধ।