সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
‘ঈদ-উল-আজহা আমাদের ত্যাগ স্বীকার করতে শেখায়।
ডেক্স নিউজঃঃ-
এই ঈদে শহরটাকে সুন্দর রাখতে রাস্তাঘাটে পশু জবাই থেকে বিরত থাকতে হবে। নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে হবে।’—নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘বর্ষ পরিক্রমায় আবারও এসেছে পবিত্র ঈদ-উল-আজহা। ব্যতিক্রম পরিবেশে এবারের ঈদ উদযাপন করছি আমরা। অন্যান্য বছর ত্যাগের মহিমায় উৎসবমুখর পরিবেশে যেভাবে আমরা ঈদ উদযাপন করতাম, করোনা ভাইরাসের কারণে এবার সেভাবে পালন করা সম্ভব হচ্ছে না।
তবে আমরা নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেবো। যারা কোরবানি দিতে পারছে না, সেসব অসহায়দের মাঝে মাংস বন্টন করবো।’
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ দক্ষ বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বের কারণে করোনা ভাইরাসের সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে রয়েছে। তাই সবাইকে ঘরে-বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতে করোনার সংক্রমণ রোধ করা সহজ হবে।’