বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
নয়াপাড়ায় রোটারীয়ান’র রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
অভয়নগর প্রতিনিধি-
রোটারী জেলা গর্ভণর (২০২০-২০২১) রোটা বর্ষের রোটারীয়ান রুবাইয়াত হোসেন’র রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব অভয়নগর আন্তর জাতীক জেলা ৩২৮১ বাংলাদেশের আয়োজনে ২৭ জুলাই সোমবার বিকালে ননওয়াপাড়া পৌরসভার কেন্দ্রীয় সরকারী কবর স্থান এতিমখানা ও মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, রোটারীয়ান আসলাম হোসেন বিশ^াস, প্রিয়ব্রত ঘোস লিটন, সঞ্জয় কুমার রায়, শেখ আজিমুল ইসলাম, আবুল কাশেম, আজিম হোসেন, জাকির হোসেন হৃদয়, শিক্ষক ইমদাদুল হক সহ এতিমখানার শিক্ষক, ছাত্র ও মুসুল্লিগণ। দোয় অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মো.আমিরুল ইসলাম। দোয় অনুষ্ঠান শেষে দুস্ত অসহায়দেও মাঝে খাবার বিতরণ করা হয়।