রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
অভয়নগরের নাটকীয় লকডাউন রাতে কঠোর আইন দিনে উন্মুক্ত বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান।
শেখ আলী আকবার সম্রাট যশোর থেকেঃ
যশোরের অভয়নগরে নাটকীয় লকডাউন পালিত হচ্ছে বলে সংবাদ পাওয়া গেছে।
সূত্রমতে জানা যায়, সকাল থেকে রাত ৭টা পর্যন্ত বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলা রেখে রাতে কঠোর আইন প্রয়োগে লকডাউন পালিত হচ্ছে। এতে করে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে।
এবিষয়ে অভয়নগর নওয়াপাড়া বাজার এলাকায় বেশ কয়েকজন পথচারীদের সাথে কথা বললে তারা জানান, সরকারি কর্মকর্তারা কি বুঝে লকডাউন দিয়ে তা আবার দিনে উঠিয়ে দিয়েছে তা আমাদের বুঝে আসে না।
তাদের এই আইনি কর্মকাণ্ড মূলত হাস্যকর। আমাদের মনে হয় বানিজ্য বাচিঁয়ে রাখতে যেয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন তারা। তা নাহলে সংক্রমণের সময় লকডাউন রাতে কার্যকর আর দিনে উঠিয়ে দেওয়ার মানে কি? এসময় পথচারীদের মধ্যে একজন বলে ওঠেন, রাতে আইন প্রয়োগে তারা কি বোঝানোর চেষ্টা করছেন। তারা মনে করেন এটা অভয়নগর উপজেলার সরকারি কর্মকর্তাদের বোকামী ছাড়া বা স্বার্থ ছাড়া অন্য কিছুই না।
এদিকে করোনা কালে অভয়নগরে প্রতিদিনই আক্রান্তের হার বেড়েই চলেছে। বর্তমানে যশোরের শিল্প বানিজ্য নগরী অভয়নগর যশোর জেলার উপজেলাভিত্তিক আক্রান্তের মিছিলে এগিয়ে রয়েছে।
সামনে আসন্ন ঈদকে সামনে রেখে করোনাকালীন সঠিক সতর্কতা অবলম্বন করে অভয়নগরের সংক্রমণের ঝুকি কমানোর জন্য উর্ধতন কর্মকর্তাদের নিকট বিষয়টি জানানোর জন্য অনুরোধ করেছেন।