সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
মহানগরীর পতেঙ্গা থানাধীন পশ্চিম মুসলিমাবাদ ও আকবর কলোনী ডেইল পাড়া এলাকায় ভোক্তা অধিকারও এনএসআই চট্টগ্রাম বন্দর ও মেট্রো শাখার অভিযান ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা।
মোঃ শাহরিয়ার রিপন ঃ
আজ ২৭/০৭/২০২০ খ্রিঃ সকাল ২:৩০ ঘটিকায় চট্টগ্রাম পতেঙ্গা থানাধীন পশ্চিম মুসলিমাবাদ এলাকায় এনএসআই চট্টগ্রাম বন্দর শাখার তথ্যের ভিত্তিতে গত কিছু দিন যাবত নজরদারি করে কয়েল ফ্যাক্টরির অবস্থান চিহ্নিত করা হয়। চট্টগ্রাম বন্দর এনএসআই ও মেট্রো শাখার তথ্য একটি টিম এবং ভোক্তা অধিকার এর উপস্হিতিতে যৌথ অভিযান চালানো হয়।
বিভাগীয় এনএসআই চট্টগ্রামের অতিরিক্ত পরিচালকের সার্বিক দিক নির্দেশনায় এবং চট্টগ্রাম মেট্রোর ডিডির নির্দেশক্রমে চট্টগ্রাম বন্দর এনএসআই একটি দল নকল কয়েল ব্যবসায়ীদের ধরার লক্ষ্যে গত দুসপ্তাহ নজরদারি করে।
তার পরিপ্রেক্ষিতে পতেঙ্গা থানাধীন এলাকায় দুইটি এলাকায় নকল কয়েল ফ্যাক্টরির সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে অদ্য ২৭/০৭/২০২০ খ্রিঃ দুপুর ১৪.৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর পতেঙা থানাধীন পশ্চিম মুসলিমাবাদ এলাকায় মেসার্স সুইটি ট্রেডার্স ও আকবর কলোনী, ডেইল পাড়া এলাকায় মেসার্স জে কে কর্পোরেশন ফ্যাক্টরিতে এনএসআই চট্টগ্রাম বন্দর শাখার তথ্য ও মেট্রো শাখার একটি টিম ও ভোক্তা অধিকার নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার আইন অনুযায়ী মোট দুইটি ফ্যাক্টরিকে মোট ০২লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা ও ৭ লক্ষ টাকার মালামাল জব্দ সহ ফ্যাক্টরিটি সীলগালা করা হয়।