শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন
অভয়নগরের বহুল আলোচিত ফজলু ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা।
অভয়নগরপ্রতিনিধিঃ- সৈয়দ রিপন
অভয়নগরে বহুল আলোচিত ফজলু ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিজান ও জরিমান আদায়। ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের হাজী আব্দুর রাজ্জাক এর ছেলে মো.ফজলুর রহমানের নিজ নামে ফজলু ইট ভাটায় এই আভিজান পরিচালনা করেন অভয়নগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নাজমুল হুসাইন খাঁন। তিনি ভাটার মালিক পক্ষের নিকট কাগজ দেখতে চাইলে ভাটার মালিক বৈধ কাগজপত্র দেখাতে পারেন না। এসময় বৈধ কাগজপত্র না থাকার কারনে ভ্রাম্যমান আদালত ১লক্ষ টাকা জরিমানা করে এবং বৈধ কাগজপত্র না করা প্রর্যন্ত ভাটার কাজ বন্ধরাখার নির্দেশ দেন। এসময় ভ্রাম্যমান আদালত পরিচলানার সময় উপস্থিত ছিলেন, উপজেলার নাজির সুব্রত কুমার রায় ও পাথালিয়া পুলিশ ফাঁড়ির এস আই কামরুল ইসলাম।