রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
পেকুয়ায় অসহায় পরিবার কে খাদ্য সামগ্রী দিলেন এড. রাশেদ।
আমিরুল ইসলাম রাশেদঃ- পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন এডভোকেট রাশেদুল কবির।রবিবার (১৯জুলাই) উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিলি করেছেন। তিনি ব্যক্তিগত অর্থায়নে এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। এডভোকেট রাশেদুল কবির পেকুয়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধা এড,কামাল হোসেনের ছেলে। তরুণ আইনজীবি রাশেদুল কবির বলেন, বিশ্বব্যাপী চলমান করোনা সঙ্কটে নিম্ন আয়ের মানুষের আর্থিক অবস্থা খুবই নাজুক। করোনা পরিস্থিতিতে মানুষ কর্মহীন ও বেকার হয়ে পড়েছেন। করুন এই পরিস্থিতিতে ব্যক্তিগত অর্থায়ন হতে কর্মহীন পরিবার ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সামান্য পরিমান খাদ্য সামগ্রী দিয়েছি। আমার এ সহযোগিতা অব্যহত থাকবে। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাল, ১ কেজি ময়দা, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি পিয়াঁজ।