মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হালিশহরের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৫ টিম জিতেছে নওয়াপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ জন সদস্য গ্রেফতার ৪ টি মোটরসাইকেল উদ্ধার অভয়নগরে আরাফাত রহমান কোকো স্বৃগি ফুটবল ট্রুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  অভয়নগরে বিএনপি নেতা ফ,ম মোশাররফ হোসেন এর ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত।  জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না -ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম ৩৮ নং ওয়ার্ড কলসি দীঘির পাড় শাখা জিয়া জাগরণ পরিষদ এর শুভ উদ্ভোধন আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ।

অভয়নগরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার : পাকাকরণের দাবি।

 

অভয়নগরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার : পাকাকরণের দাবি

সৈয়দ রিপানুর ইসলাম, অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে স্বেচ্ছাশ্রমে চার কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন গ্রামবাসী। নিজেদের অর্থায়নে সম্পন্ন করেছে প্রায় দুই কিলোমিটার রাস্তা। আট গ্রামের জনগণ রাস্তাটি পাকাকরণের দাবি করেছেন।
জানা গেছে, উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা, আমডাঙ্গা, রামসরা, রাজাপুর, মাগুরা, বাহিরঘাট, বনগ্রাম ও চাঁপাতলা এই আট গ্রামের মধ্যে ধলিয়ার বিল অবস্থিত। বিলটিতে জমির পরিমান প্রায় ২ হাজার ৩০০ বিঘা। এই বিলে কৃষকের উৎপাদিত ফসল ও পণ্য বহনের জন্য রয়েছে একটি মাত্র রাস্তা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একটু বৃষ্টিতে তলিয়ে যায় রাস্তাটি। ফলে চরম ভোগান্তিতে পড়ে কৃষক।
শনিবার সকালে সরেজমিনে ধলিয়ার বিলে গিয়ে দেখা যায়, স্বেচ্ছাশ্রমে শতাধিক গ্রামবাসী খ- খ- হয়ে চার কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ করছেন। তারা মাটি কেটে তলিয়ে যাওয়া রাস্তাটির সংস্কার কাজ করছেন। সংস্কার কাজের দেখভাল করছেন, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন, মৎস্য চাষি ছামিদ মোল্যা, আব্দুল্লাহ বিশ্বাস, মহন সরকার, কৃষক ইউসুফ বিশ্বাস, ইউনুস শিকদার, মারুফ হোসেন, কামল শিকদার প্রমুখ।
এ কাজের উদ্যোক্তা সমাজসেবক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা শফি কামাল জানান, আমাদের এই ধলিয়ার বিলে আট গ্রামের কৃষক ধান, পাট ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। বিলে যাতায়াতের একটিই মাত্র রাস্তা। যার দৈর্ঘ্য প্রায় সাড়ে চার কিলোমিটার। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে তলিয়ে যায়। ফলে কৃষক তাদের উৎপাদিত পণ্য বাড়িতে আনতে ও বাজারজাত করতে চরম বিড়ম্বনার শিকার হয়।
স্থানীয় মৎস্য চাষি ও সমাজসেবক নাজিম উদ্দিন মোল্যা জানান, নিজেদের অর্থায়নে স্বেচ্ছাশ্রমে আমরা রাস্তাটির সংস্কারের কাজ শুরু করেছি। ইতোমধ্যে প্রায় দুই কিলোমিটার মাটি ভরাটের কাজ সম্পন্ন করা হয়েছে। বাকি কাজ চলমান আছে। রাস্তাটি পাকাকরণ হলে কৃষি ও মৎস্য ক্ষেত্রে ব্যাপক সাফল্য আসবে এবং চেঙ্গুটিয়া রথখোলা মন্দির সংলগ্ন সড়কের সাথে সংযুক্ত হয়ে যশোর-খুলনা মহাসড়কের সাথে যুক্ত হবে।
প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন জানান, ধরিয়ার বিলের রাস্তা সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্ধ না পাওয়ায় সংস্কার কাজ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন বলেন, বিষয়টি আমি জেনেছি। সরেজমিনে গিয়ে রাস্তাটির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কাজ করায় সাধুবাদ জানিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের ভাগ্যেন্নয়নে এ উপজেলায় অর্থ বরাদ্দ হলে রাস্তাটি পাকাকরণ করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com