বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
করোনায় আক্রান্ত উপজেলা ভাইস চেয়ারম্যান
অভয়নগর থেকে ,, কে,এম আলী।
অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান (তারু) সহ নতুন করে আরও ৬ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। পাশাপাশি এদিন সুস্থ্য হয়েছে আরও ১৮ জন। একজনের পুনরায় পজিটিভ এসেছে।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায় আজ আক্রান্তরা হচ্ছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অাখতারুজ্জামান তারু, নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের মেঘলা (১৬), জেরিন (১৬), অানিকা (২৩), জীবন মিয়া (২৮) এবং ৪ নং ওয়ার্ডের লিংকন বিশ্বাস (২৯)।
এছাড়া পূর্বে আক্রান্ত একজনের রিপোর্ট আবারও পজিটিভ এসেছে।
এ পর্যন্ত ভাইরাস টিতে উপজেলা মোট আক্রান্তের সংখ্যা ১৬৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪ জন। মোট সুস্থ হয়েছে ৬৯ জন।